top of page

পরিচয়

 

পরিচয় কী?

নাম নাকি চেহারা? নাকি কোন অবস্থানে থেকে আকার ধারণ করা?

আমরা রোজ পরিচয় খুঁজি। নিজের বৈশিষ্ট্যকে প্রাধান্য দেই। নিজেকে আরও গুরুত্ববান করে তুলি;আর একটু পরিচিত হওয়ার আশায়।

আমরা সব হারাতে পারি কিন্তু পরিচয় হারাতে পারি না।

রাজনৈতিক কারনে মায়ানমার থেকে আসা কিছু মানুষ আমার দেশে অবস্থান নিয়েছে।সমুদ্রের ঢেউয়ের মত মানুষ।ঢেউয়ের কোন পরিচয় থাকে না;ঢেউ পুরোটাই সমুদ্র।

এতগুলো লোক একসাথে ঘরহারা-অবস্থান আর পরিচয় হারা। এরা সবাই মিলে রোহিঙ্গা। একটা বিশাল সংখ্যা। যে সংখ্যা এপাশ থেকে ওপাশ হয়। আর,আরও বড় সংখ্যায় থেকে যায় কোন পরিচয়হীন ঘরে।

 

 

 

Mother Died and Time Passed

 

 

What is identity?

Is it a name or a face? Is it changing through from a position?

We are in search for identity all through our life. We prioritize our individuality and that makes us important. With the hope, that we will be known and remembered by the others.

We can lose everything but not thyself.

Due to political conflicts, few people fled from Myanmar to my country. People like the waves of ocean. Wave does not hold any identity. Altogether, they form an ocean.

At once all these people became homeless, lost their land and identity. In general, they are Rohingya. A vast number of them, this number spans. Moreover, they remain in a large number with no identity.

bottom of page